Header Ads

প্রিয় মদীনা!

ভালো আছো, ভালো থেকো৷
আমি কেমন আছি জানতে চাইবা না?
জানি তুমি আজ আমাকে প্রশ্ন করবে না৷ কারন তুমি আমার অবস্থা দেখেই বুঝে ফেলেছো আজ আমি কেমন আছি৷ তবুও বলবো ভালোই আছি৷ আমি লোকটা না! সব সময় ভালোই থাকি৷ আমাকে ভালোই থাকতে হয়৷ শুধু আমি একা নয় বরং আমি একটি বিশাল পরিবারকে নিয়ে ভালো থাকি৷ আর পরিবার বলতে শুধু আমার মা-বাবা, ভাই-বোন, বা আত্মিয়-স্বজনই নয়; সাথে আছে আমার হিতাকাঙ্খি-শুভাকাঙ্খি বন্ধুরাও৷ সবাই মিলে আমি সব সময় ভালো থাকি৷
কিন্তু সত্যিই কি আজ আমি ভালো আছি? সব ঠিক থাকলেও একটি জিনিষ আজ মেনে নিতে খুব কষ্ট হচ্ছে৷ আর তা হলো, প্রাণের মদীনা ছেড়ে যাওয়া৷ সত্যিই যদি আজ বলা হতো তুই সারা জীবন কারো গোলামি করতে হবে, বিনিময়ে তোকে মদীনায় থাকতে দেয়া হবে৷ কসম খোদার আমি মদীনায় থাকাকেই বেছে নিতাম৷
হয়তো তুমি আমাকে শান্তনা দিবে৷ আবারো কখনো ভাগ্যে ঝুটলে আসবে বলে৷
হুম, সত্যিই আসবো ইন্ শা-আল্লাহ! বারবার আসবো৷ কিন্তু অভাগার ঝুলি যে একদম ছোট৷ তবুও আশায় আছি ভাগ্যের চাকা হয়তো কোনদিন ঘুরবে আবারো আসবো তোমায় দেখতে৷
তবে তোমার থেকে বিদায় নিতে হবে আমাকে সে জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না প্রিয়৷
তুমি কি জানো? আমার কলিজা ফেটে আহ! বের হচ্ছে! তুমি কি জানো আমাকে এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে৷ আমার বুক দুমড়ে-মুচড়ে যাচ্ছে! সত্যিই বলার মতো কোন ভাষা পাচ্ছি না যে, আমার কেমন লাগছে৷ তুমি কি বলে দিবে? আমার কেমন লাগছে? পারবে কি তুমি এই মনের ধাউধাউ করে জ্বলা আগুন নিভাতে? আসলেই তুমি পারবে৷ তুমি না পারলে আর কেউ পারবে না প্রিয়৷
প্রিয় হারামে নববী৷
আমি তোমাতে ছিলাম দুটি বছর৷ তোমার আদাব রক্ষা করে চলতে পারিনি আমি৷ তুমি কি ক্ষমা করে দিবে আমায়? আর বেয়াদবী করবো না তোমার সাথে৷ আর কোনদিন করবো না প্রিয়!
আর ঘুরা হবে না তোমার অলি-গলিতে৷ নববী আজানের শুরে আর ছুটে যেতে দেখবে না মসজিদে নববী অবিমুখে৷ হে প্রিয় হারাম! তবুও আমার ভুলগুলো ক্ষমা করে দাও৷
প্রিয় নবিজী আমার!
আপনার পাশেই ছিলাম আমি দুটি বছর৷ কতভুল করেছি এখানে বসে৷ হয়তো কখনো খারাপ ব্যবহার করেছি আপনার মেহমানদের সাথে৷ পরিপূর্ণ খেদমত করতে পারিনি আপনার মেহমানদের৷ ক্ষমা করে দিয়েন আপনি আমায়৷ হে প্রানের নবী!
ইয়া আল্লাহ! তুমি আমাকে কতবড় সুযোগ করে দিয়েছো মদীনায় থাকার৷ কিন্তু আমি নিজ অপরাধের কারনে কদর করতে পারিনি তোমার এতোবড় নেয়ামতের৷ তবে শুকরিয়া অবশ্যই জানাই তোমার দরবারে যে, তুমি দুটি বছর হলেও তো সুযোগ দিলে আমায়৷
আমি পারিনি তোমার প্রিয় হাবীবের প্রিয় শহরটির আজমত রক্ষা করতে৷ পারিনি৷ পারিনি তোমার হাবীবকে খুশি করতে৷ পারিনি নিজের ঠিকানা মদীনায় করে নিতে৷ তাইতো আজ আমাকে চলে যেতে হচ্ছে৷
তুমি যা ফায়সালা করো তাতেই আমি তুষ্ট৷
তুমি যেখানেই রিজিকের ব্যবস্থা করবে তা নিয়েই আমি সন্তুষ্ট৷
তবে হে প্রভু! একটি আরযি তোমার কাছে৷
স্থিরতা দিও আমার জীবনে৷ গুনাহগুলো ক্ষমা করে আমায় টেনে নিও নিজ রহমতের ছায়াতলে৷
ক্ষমা করো প্রভু! ক্ষমা করো আমায়৷ আমি তোমার দয়ার আশায়৷ ক্ষমা করো আমায়৷

No comments