Header Ads

একটু ফ্ল্যাশ ব্যাক ১৯ বছর আগে.......

কেমন আছো তুমি খুব জানতে ইচ্ছে করে..........
আজও কি তেমন পাগল আছো
এখনও কি আছে সেই প্রতিক্ষার ধৈর্যটা!!!
ঘর থেকে যখন বের হতাম, পথে যেতে কোথাও না কোথাও তোমার দেখা মিলে যেত।
কতটা ইচ্ছা, কতটা স্বপ্ন নিয়ে দাঁড়িয়েছিলে আমায় এক ঝলক দেখবে বলে🙄
হয়তো তুমি জানতেই না আজ কি আমি এই পথে যাব?
একটু কথা বলার জন্য কতটা অস্থির থাকতে তুমি, আমি বুঝতাম
আমিও বেশ ভীতু ছিলাম ----তোমার সাথে কথা বলা তো দূরে থাক কখনো তাকাতেও সাহস হতোনা।
😐ধুরু ধুরু বুকে তোমার পাশ দিয়ে হেঁটে যাওয়াটাও ছিল অন্য রকম অনুভূতি।
সত্যি কথা শোন------ যেদিন তোমায় না দেখতে পেতাম সেদিন আমিও খুব অস্থির হতাম😍
কিন্তু তোমাকে......
এই, এটা কি ভালবাসা ছিল💛
আজও জানিনা।
আজ এতোটা বছর পর..........
সেই জায়গাগুলো আগের মতই আছে, শুধু তোমার অপেক্ষা শূন্য হয়ে আছে।
তুমি আর আমি এখন আর প্রতিক্ষা করিনা, কেউ কাউকে একঝলক দেখবো বলে।
খুব জানতে ইচ্ছে করে কতটা ভালবেসেছিলে আমাকে
আজো কি মনে রেখেছো

No comments