Header Ads

আমরা জাতি হিসাবে আরও এগিয়ে যেতাম

আমরা জাতি হিসাবে আরও এগিয়ে যেতাম যদি আমাদের মধ্যে হিংসা জিনিসটা টা পরিমাণ মতো থাকতো, যদি পরস্পরকে সম্মান করাটা শিখতাম।। হিংসের পরিমাণ টা এতই বেশি যে,একই ঘরে থেকেও একে অপরকে সহ্য করতে পারে না।। নিজেদের মধ্যেই নানা জটিলতা।
সমালোচনার টেবিল না বসিয়ে যদি সমঝোতার টেবিল বসানো শিখতাম, অন্যের মতামতকেও যদি ভেবে দেখতাম ভাল মত!!! মানুষকে নিজের মতো করে মেলে ধরতে দেওয়া উচিত এটা যদি ভেবে দেখতাম।
কেও না পারলে তাকে নিয়ে না হেসে,মজায় না মেতে যদি তার হাত টা ধরে টেনে তুলতাম।।একটু যদি সাহস অন্তত দিতে শিখতাম।।
বরং কেও ভাল কিছু করতে গেলে আমরা তার পেছনে চড়ি বসি দল বেধে, কি করে তাকে দাবানো যায়,কি করে তাকে একটু বিপদে ফেলা যায়,, একটা অসুস্থ চিন্তা চেতনা নিয়ে নিত্য বসবাস আমাদের... সহ্যি যেন করতে পারি না কারও ভাল থাকা, ভাল কোন কাজকে....নিতেই পারি না কেন যেন!!! কিন্তু কেন???
আমরা একটু বড় করি ভাবি না,,কেও একটা ভাল কাজ করতে গেলে তাকে ছোট না করে একটু সাহায্য টা করতেই পারি,এতে ভালবাসাটা বাড়ে,বন্ধন শক্ত হয়।। কি এমন আছে আমাদের!!! কিসের এত দম্ভ আমাদের!!!
উন্নত দেশ গুলোর মধ্য এগুলো কম,তাই তারা এত এগিয়ে.. একে অপরকে এপ্রিসিয়েট করতে পারে,সম্মান টা দিতে জানে। তাদের কাজে কাজ মানেই বড় ব্যাপার,, কি কাজ সেটা মুখ্য বিষয় নয়।।
তাই তারাই সভ্যতায় এগিয়ে যাচ্ছে...
শুভ হোক আমাদের চিন্তা চেতনা.. ভালবাসা সবার জন্য..

No comments