Header Ads

চিঠি পড়ে আর কষ্ট নিয়েন না

প্রিয় ভাই
.
এতদিন ভেবেছিলাম না জেনে এসেছি তুমি অল্প কথায় বড় অনেক রাজ্য জয় করতে পারো। তা আজও দেখলাম। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেই টেকনিকগুলো আরো বেশি রপ্ত করেছো বলা যায়। থাক ব্যাপার না। কেমন আছ, বড় ভাই। ভালো আছো। ভাবী কেমন আছে। খেয়াল রাখো তো! 
.
আমি জানি তুমি এখন আর আগের সরোয়ার নেই ভাবী তোমাকে ঘষে মেঝে নতুন রূপে করে নিয়েছে। যেটা না করলে তার জন্যই তোমার সাথে থাকা কষ্ট হয়ে যতো। কারণ তোমার যা রেকর্ড। তুমি যে আমার চিঠি পেয়ে কি পরিমাণ যে আনন্দিত হয়েছিলে তা আমি দিব্য দৃষ্টিতেও দেখতে পারি। কী, মনে করেছি সামনে পেলে আছাড়া দিবে। মনে আছে এটাই তোমার ডায়ালগ ছিল। রেগে গেলেই বলতে তোমার সাগরেদদের। যতই ব্যস্ততার ভান করেন আমি তো জানি আপনি চিঠি লেখার ভাষা খুঁজতে সময়ক্ষেপণ করলেন। যাক তালবাহানা করেও যে উত্তর দিলেন তাতেই আপনার সাগদেরদল তুষ্ট হলাম। আপনার দ্বারা এও যে সম্ভব হলো তাও অনেক বড় পাওয়া।
.
এবার কাজের কথা বলি কাজের ফাঁকে যে গিটারটা বাজিয়ে গুনগুন করেন তা মনে হয় সৌরভের গত বছরের ঝড়ের রাতে তফছির ভাইকে উত্তমমধ্যম দেবার জন্য নিয়েছিলেন। কিন্তু কাজটা অসমাপ্ত রেয়ে গেছে। যদি আপনার মনে সায় দেয় তবে ছোট ভাইটার গিটার আগামী সপ্তাহে পাঠিয়ে দিবেন। আপনি তো জানেন সৌরভ গিটার ছাড়া কানা। আজ কাল খালি গলায় গান গাইলে মেয়েরা পাত্তা দেয় না যত সুরেলা গান হউক। একটা গীটার থাকলে ষাঁড়ের মতো চিল্লাইলেও মেয়েরা সেই চিল্লানি গান শুনে ১৪ বার উষ্টা খায়।
.
আপনাকে যে শৈশবের কথা মনে করি দিয়ে যে আপনার মনে একটু হলেওও বেদনার ঝড় তুলে দিতে পেরেছি তাতে নিজেকে ধন্য মনে করছি। আপনি চিঠিতে লিখছেন, "যদি ফিরে যেতে পারতাম তবে আরেকবার পেছনে গিয়ে ফেলে আসা কাজ গুলোকে সমাপ্ত করে আসতাম। সেটা তো আর সম্ভব নয়"। সেটা অবশ্যই সম্ভব না ওস্তাদ। তবে যদি কিছু মনে না করেন, তবে কী জানতে পারি কোন অসমাপ্ত কাজটা সমাপ্ত করবেন। আমার মনে হয় যা চলে গেছে সেই অতীতে গিয়ে লাভ নেই, বরং গেলে অনেক ঝামেলা পোহাতে হবে। এতগুলো ভাবী থুক্কু এলাকার সব আপারা লাঠি সোটা নিয়ে অপেক্ষা করবে সেই অতীতে তার চেয়ে এই বর্তমানটাই ভালো নয় কী!
.
আমি খুব ভালো আছি। আর লিখব না। মাথা ব্যথা করছে। দোয়া করবেন। ভাবীকে নিয়ে ঘুরে যাইয়েন। রুনু আপা ভাবীকে দেখতে চেয়েছে।
চিঠি পড়ে আর কষ্ট নিয়েন না। Azom

No comments