মিতা,
তোমার চিঠিটা সঠিক সময় পাওয়ার পরও উত্তর দিতে পারি নি যদিও অনেক ইচ্ছা ছিল সেদিনই দেয়ার কিন্তু কি করব বলো আমি তো আবার অকাজের কাজী। সারা দিনই নানান কাজে ব্যস্ত থাকি।.
কেন যে সারাজীবন লেখাপড়াটা করা যায় না। সংসারের থালা-বাসনের ঝনঝনও মনে হয় বীনার ঝংকার। ভেবেছিলাম অাজীবন হয়ত পড়তে পারবো কিন্তু দেখ পোড়া কপাল পড়াটাও শেষ হয়েই গেল। এতো ভালোবাসতাম বইগুলোকে তারাও আমাকে সহ্য করলো না।
.
জানো মিতা, তোমার আর আমার অবস্থা প্রায় কেন বলছি সম্পূর্নটাই এক। আমায়ও কোনো বান্ধবী বুঝে না, কারো সাথে বেশী দিন সম্পর্ক টিকে না। আমি কিন্তু কারো সাথেই ঝগড়া করি না। তবুও কেন জানি আমাকে কেউ বেশী দিন সহ্য করতে পারে না। চলে যাবার সময় শুধু বলে যায় পরিবার সব নয়, বন্ধুদেরও সময় দিতে শিখো। আর বলে আমি নাকি ওদের বুঝি না। কী আর করার, বুঝি না ভালো কথা ওরা তো আমায় বুঝতে পারতো বলো। তাও তো করে না। কত নিষ্ঠুর ওরা তাই না। বাদ দাও এসব আমাদের আশেপাশের মানুষ যতই আমাদের ইগনোর করুর যতই কালো চশমা পড়ে আমাদের না দেখার ভান করুক তাতে আমাদের কী? আমরা যেদিন ওদের চিনবো না সেদিন দেখবে ওরা আমাদেরকেই খুঁজবে। চিন্তা করো না তানি সব ঠিক হয়ে যাবে। আর যদি ওরা ফিরে নাও আসে আমি আছি কিন্তু তোমার পাশে। সব সময় আমাকে পাশে পাবে।
.
আর কী বললে তুমি বোকা মেয়ের মতো হুম আমি তোমাকে কতটা বুদ্ধীমতি ভাবলাম আর তুমি বোকার মতো কথা বললে। ইংরেজি সাহিত্য কী বিরক্তিকর কোন বিষয় বলো, যদিও ইংরেজির " ই" ও আমি বুঝি না তবুও বলি পড়াটাকে পরীক্ষা পাসের কয়টা নম্বরের মধ্যে সীমাবদ্ধ না রেখে মনের খোরাকের জন্য পড়ো, মনে করো বইগুলো এক একটা গল্পের বই বা কোনো উপন্যাস। একটু মজা করেও পড়তে পারো। যেমন ধরো, আচ্ছা ছোটকালে কী ছাত্র-শিক্ষক খেলে ছিলে। যদি খেলে থাকো তবে সেরকম করেও পড়াটাকে নিজের মনের মতো করে নিতে পারো। এক সময় দেখবে বান্ধবীরা কোন একটা পড়া নিয়ে আলোচনা করলে তুমি সেই পড়াটা কোন পৃষ্ঠায় আছে তাও বলে দিতে পারবে। চেষ্টা করো, তুমি পারবে। তুমি আমার মিতা পারবে না তা হতেই পারে না।
আশা করি পরীক্ষাগুলো ভালই হচ্ছে বা হবে।
ভালো থেকো।Azom
Post a Comment