মিতা 2
মিতা
.
অনেক দিন পর তোমায় আজ অনলাইনে পেলাম। কোথায় ছিলে এত দিন, দিন বললে কী ভুল হবে? নাকি এক মাস পর তোমায় পেলাম। কী কারণ ছিল এভাবে ডুব দেওয়ার? পরীক্ষা ছিল। নাকি কোন আহাম্মকের উপর রাগ করে কয়দিন নিরাবতা পালন করলে।
.
শোন মিতা, যে তোমাকে বুঝবে না তাকে যতই বুঝাও সে বুঝবে না। সে যে পণ করে বসে আছে। বরং তাকে একটা অস্কার দেয়ার ব্যবস্থা করতে পারো তার একগুয়ামীর জন্য। তাই তাকে বুঝানো বাদ দিয়ে নিজের মতো করে চলো। আর বাকী রইল বন্ধু-বান্ধবীরা ওরা যতই আজ তোমাকে কষ্ট দিক ওরাই তোমার সব বিপদে-আপদে কাছে থাকবে। ওদের কখনোই ছেড়ে দিও না। যতই রাগ হউক ওদের ধরে রেখো। তা না হলে এক সময় গাংচিলের মতো নিঃসঙ্গ হয়ে পড়তে হবে। তখন কেউ হাত ধরে বলবে না এই "তানি আমি আছি তোর পাশে"।
.
ভেবো না, অনেক কিছু বলে ফেললাম। আরও বাকী আছে তা অন্য আরেকদিন সুন্দর করে গুছিয়ে লিখব।
.
এখন ঘুমিয়ে পড়ো ছোট বাবু। শনিবার থেকে মন দিয়ে পড়া-লেখা করবে কেমন। আর শোন আর যাই করো নামাযের টাইমটা কিন্তু ভুলবে না। আমি জানি তুমি খুবই ভালো ছাত্রী তাও বলি পরীক্ষার আগে ১/৩ অংশ সিলেবাস শেষ করে রেখো। বারবার পড়বে আর লিখবে তা হলে অনেক দিন মনে থাকবে। এছাড়া বান্ধবীদের সাথে বেশী বেশী পড়া নিয়ে কথা বলবে দেখবে তোমাকে কেউ A+/ First Class থেকে পিছিয়ে রাখতে পারবে না।
ঠিক আছে মিতা ভালো থেকো।
মন দিয়ে পড়া লেখা করো।
তোমার - ই
মিতা.....azom
.
অনেক দিন পর তোমায় আজ অনলাইনে পেলাম। কোথায় ছিলে এত দিন, দিন বললে কী ভুল হবে? নাকি এক মাস পর তোমায় পেলাম। কী কারণ ছিল এভাবে ডুব দেওয়ার? পরীক্ষা ছিল। নাকি কোন আহাম্মকের উপর রাগ করে কয়দিন নিরাবতা পালন করলে।
.
শোন মিতা, যে তোমাকে বুঝবে না তাকে যতই বুঝাও সে বুঝবে না। সে যে পণ করে বসে আছে। বরং তাকে একটা অস্কার দেয়ার ব্যবস্থা করতে পারো তার একগুয়ামীর জন্য। তাই তাকে বুঝানো বাদ দিয়ে নিজের মতো করে চলো। আর বাকী রইল বন্ধু-বান্ধবীরা ওরা যতই আজ তোমাকে কষ্ট দিক ওরাই তোমার সব বিপদে-আপদে কাছে থাকবে। ওদের কখনোই ছেড়ে দিও না। যতই রাগ হউক ওদের ধরে রেখো। তা না হলে এক সময় গাংচিলের মতো নিঃসঙ্গ হয়ে পড়তে হবে। তখন কেউ হাত ধরে বলবে না এই "তানি আমি আছি তোর পাশে"।
.
ভেবো না, অনেক কিছু বলে ফেললাম। আরও বাকী আছে তা অন্য আরেকদিন সুন্দর করে গুছিয়ে লিখব।
.
এখন ঘুমিয়ে পড়ো ছোট বাবু। শনিবার থেকে মন দিয়ে পড়া-লেখা করবে কেমন। আর শোন আর যাই করো নামাযের টাইমটা কিন্তু ভুলবে না। আমি জানি তুমি খুবই ভালো ছাত্রী তাও বলি পরীক্ষার আগে ১/৩ অংশ সিলেবাস শেষ করে রেখো। বারবার পড়বে আর লিখবে তা হলে অনেক দিন মনে থাকবে। এছাড়া বান্ধবীদের সাথে বেশী বেশী পড়া নিয়ে কথা বলবে দেখবে তোমাকে কেউ A+/ First Class থেকে পিছিয়ে রাখতে পারবে না।
ঠিক আছে মিতা ভালো থেকো।
মন দিয়ে পড়া লেখা করো।
তোমার - ই
মিতা.....azom

Post a Comment