বৃদ্ধ বয়সী এক দুখীনী জননী
kalponikgolpo
বৃদ্ধ বয়সী এক দুখীনী জননী
ফুপিয়ে কাদে বৃদ্ধশ্রমের বারান্দায় বসে
ছোট্ট সে খোকা তার আজ কত বড়
মাকে নিয়ে কত হিসাব যে কষে-
ছোত বেলা খোকা কত খিলখিল হাসত
মায়ের মুখটা মলিন হলে কান্নায় বুক ভাসত,
রাগ করে খেত না খোকা-
মায়ের হাতে যদি না খাওয়াত ।
বলত খোকা কেদে কেদে
" মাগো যেওনা'ক দূরে
আমি মা বাচবোনা
তোমায় যে ছেড়ে ।
সেই খোকা বলে আমায়,-"মা তুমি সংসারে এখন বড় যম"
"তাই মা বলি কী ,আজ থেকে থকবে তোমি বৃদ্ধাশ্রম"
ফুপিয়ে কাদে বৃদ্ধশ্রমের বারান্দায় বসে
ছোট্ট সে খোকা তার আজ কত বড়
মাকে নিয়ে কত হিসাব যে কষে-

মায়ের মুখটা মলিন হলে কান্নায় বুক ভাসত,
রাগ করে খেত না খোকা-
মায়ের হাতে যদি না খাওয়াত ।
বলত খোকা কেদে কেদে
" মাগো যেওনা'ক দূরে
আমি মা বাচবোনা
তোমায় যে ছেড়ে ।
সেই খোকা বলে আমায়,-"মা তুমি সংসারে এখন বড় যম"
"তাই মা বলি কী ,আজ থেকে থকবে তোমি বৃদ্ধাশ্রম"
আজ জননীর বুক চোখ জুড়ে কান্নার খেলা
বুক ফাটা আর্তনাদ, মরুময় জ্বালা,
যে মায়ের স্তন্য পানে বড় হল খোকা
আজ সেই খোকা মাকে করে অবহেলা ।
বুক ফাটা আর্তনাদ, মরুময় জ্বালা,
যে মায়ের স্তন্য পানে বড় হল খোকা
আজ সেই খোকা মাকে করে অবহেলা ।
ভয় হয় বৃদ্ধার " তার খোকাকে নিয়া
তার ও তো আছে সন্তান, সেওতো বড় হবে
এমনি করে কোন একদিন মাকে বলবে যম
মায়ের বাসস্থান করে দেবে কোন এক বৃদ্ধাশ্রম ।
এইসব ভাবতে ভাবতে দুখিনীর চোখ পড়ে-
তারই মত অন্য দুখিনীর চোখে,
যে মা না খেয়ে খাওয়াল তার সন্তানকে
আজ অন্য নেই সে মায়ের মুখে ।
তার ও তো আছে সন্তান, সেওতো বড় হবে
এমনি করে কোন একদিন মাকে বলবে যম
মায়ের বাসস্থান করে দেবে কোন এক বৃদ্ধাশ্রম ।
এইসব ভাবতে ভাবতে দুখিনীর চোখ পড়ে-
তারই মত অন্য দুখিনীর চোখে,
যে মা না খেয়ে খাওয়াল তার সন্তানকে
আজ অন্য নেই সে মায়ের মুখে ।
দুখিনী জননী বিজিত কন্ঠে বলে
"হে খোদা- তোমার কী লীলা খেলা
এই বৃদ্ধাশ্রমে আমার মত বৃদ্ধ-বৃদ্ধা যত
খোকার অবহেলায় অবহেলিত,জর্জরিত
বুক ভরা খোকার দেয়া ব্যথা
তবে কেন এই জন্ম-জন্মান্তর প্রথা ?
"হে খোদা- তোমার কী লীলা খেলা
এই বৃদ্ধাশ্রমে আমার মত বৃদ্ধ-বৃদ্ধা যত
খোকার অবহেলায় অবহেলিত,জর্জরিত
বুক ভরা খোকার দেয়া ব্যথা
তবে কেন এই জন্ম-জন্মান্তর প্রথা ?
Post a Comment