জান্নাত,
চেয়েছিলাম আর কোনদিন চিঠি লিখব না। তুমি বলো আমি নাকি চিঠি ছাড়া মনের কথাগুলো প্রকাশ করতে পারি না। তুমি কেন জানি আমার মনের কথাগুলো এত বুঝিয়ে বলার পরও বুঝতেই পারো না নাকি বুঝতে চাও না। চিঠি লিখে পাড়া- প্রতিবেশীকে না জানালে তোমার টনক নড়েনা। আচ্ছা, বলো তো তুমি এমন কেন? আমাদের পরিচয়ের তের বছর হলো আজও তুমি আমাকে বুঝলে না। সেই প্রথম দিনের মতনই রইলে। এই তের বছরে কত পরিবর্তন হলো। পৃথিবীতে কত উত্থান- পতন হলো কিন্তু তুমি!
.
কাল সুরাইয়ার কাছে জানলাম তুমি নাকি বলেছো আমার সাথে আর কথা বলবে না। কারণ হিসেবে যা বললে তাতে আমার অনেক হাসি পেয়েছিল। সামনে তোমার পরীক্ষা ছিল বলে আমি তোমার সাথে কম কথা বলেছি। তাই বলে কি আমায় ছেড়ে যেতে হবে? তোমার পরীক্ষা যেনো ভালো হয়, তুমি যেনো সমাজে প্রতিষ্ঠিত হতে পারো তাই তো এমন করেছি। আচ্ছা, মেয়ে বলে কি তোমাকে পরাধীন হয়ে থাকতে হবে? তুমি যদি পড়ালেখা না করো তবে নিজের পায়ে দাঁড়াবে কি করে। নিজের ছোট ছোট স্বপ্নগুলো কি করে পূরন করবে। আমি চাই তুমি এতটা উঁচুতে উঠো প্রতিটা মেয়ে যেনো তাদের আইডল করে নেয় তোমাকে। দেখো কত কষ্ট করে আংকেল পড়াচ্ছে তোমাকে, কিন্তু পরীক্ষায় যদি ভাল না করো তবে তার মনের কী অবস্থা হবে বলো। আবেগ দিয়ে কী জীবন গড়া যায় একটু ভেবে দেখো।
.
আমি তোমাকে যে এতটা ভালোবাসতাম তা বুঝি নি। তুমি কথা বলবে না জানার পর থেকেই পুরো শহরটা অচেনা মনে হচ্ছে। নিজে খুব একা লাগছে। বারবার মনে হচ্ছে যদি হাঁটতে গিয়ে হোঁচট খাই তখন কি আর হাতটা ধরবে।যদিও তোমার আর আমার বসবাস দেশের দুই প্রান্তে। তাও মনে হতো কত কাছে আছি আমরা। তুমি হাজার মাইল দূরে থাকলেও মনে হতো তুমি আছো আমার শহরে, কোনো বিপদে পড়লে মনে হতো কোনো না কোনো ভাবে তুমি এসে আমাকে সেই বিপদ থেকে বাঁচিয়ে নিবে। আমি সব সময়ই তোমাকে ভরসা করতাম। ভাবতাম যাই হয়ে যাক কখনোই তুমি আমায় ছেড়ে যাবে না। কিন্তু আমি ভুল ছিলাম। তুমি তোমার ভালোর জন্য আমায় ছেড়ে দিলে।
.
তোমাকে আমার আর কিছুই বলার নেই জান্নাত যদি পারো মন দিয়ে লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করো। যেদিন তুমি তোমার সকল স্বপ্নগুলো পূরন করবে তখন ভেবে নিয়ো শহরের কোন এক প্রান্তে কেউ একজন তোমার আনন্দে শামিল হয়েছে। কখনই তোমাকে অভিশাপ দিবো না ভালোবাসি তো তোমায়। তোমায় ভালোবেসেই যাব। তবে কথা দিচ্ছি আর কখনোই এই তিমু তোমার পথের কাঁটা হবে না।
.
ভালো থেকো।
তিমু
.
কাল সুরাইয়ার কাছে জানলাম তুমি নাকি বলেছো আমার সাথে আর কথা বলবে না। কারণ হিসেবে যা বললে তাতে আমার অনেক হাসি পেয়েছিল। সামনে তোমার পরীক্ষা ছিল বলে আমি তোমার সাথে কম কথা বলেছি। তাই বলে কি আমায় ছেড়ে যেতে হবে? তোমার পরীক্ষা যেনো ভালো হয়, তুমি যেনো সমাজে প্রতিষ্ঠিত হতে পারো তাই তো এমন করেছি। আচ্ছা, মেয়ে বলে কি তোমাকে পরাধীন হয়ে থাকতে হবে? তুমি যদি পড়ালেখা না করো তবে নিজের পায়ে দাঁড়াবে কি করে। নিজের ছোট ছোট স্বপ্নগুলো কি করে পূরন করবে। আমি চাই তুমি এতটা উঁচুতে উঠো প্রতিটা মেয়ে যেনো তাদের আইডল করে নেয় তোমাকে। দেখো কত কষ্ট করে আংকেল পড়াচ্ছে তোমাকে, কিন্তু পরীক্ষায় যদি ভাল না করো তবে তার মনের কী অবস্থা হবে বলো। আবেগ দিয়ে কী জীবন গড়া যায় একটু ভেবে দেখো।
.
আমি তোমাকে যে এতটা ভালোবাসতাম তা বুঝি নি। তুমি কথা বলবে না জানার পর থেকেই পুরো শহরটা অচেনা মনে হচ্ছে। নিজে খুব একা লাগছে। বারবার মনে হচ্ছে যদি হাঁটতে গিয়ে হোঁচট খাই তখন কি আর হাতটা ধরবে।যদিও তোমার আর আমার বসবাস দেশের দুই প্রান্তে। তাও মনে হতো কত কাছে আছি আমরা। তুমি হাজার মাইল দূরে থাকলেও মনে হতো তুমি আছো আমার শহরে, কোনো বিপদে পড়লে মনে হতো কোনো না কোনো ভাবে তুমি এসে আমাকে সেই বিপদ থেকে বাঁচিয়ে নিবে। আমি সব সময়ই তোমাকে ভরসা করতাম। ভাবতাম যাই হয়ে যাক কখনোই তুমি আমায় ছেড়ে যাবে না। কিন্তু আমি ভুল ছিলাম। তুমি তোমার ভালোর জন্য আমায় ছেড়ে দিলে।
.
তোমাকে আমার আর কিছুই বলার নেই জান্নাত যদি পারো মন দিয়ে লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করো। যেদিন তুমি তোমার সকল স্বপ্নগুলো পূরন করবে তখন ভেবে নিয়ো শহরের কোন এক প্রান্তে কেউ একজন তোমার আনন্দে শামিল হয়েছে। কখনই তোমাকে অভিশাপ দিবো না ভালোবাসি তো তোমায়। তোমায় ভালোবেসেই যাব। তবে কথা দিচ্ছি আর কখনোই এই তিমু তোমার পথের কাঁটা হবে না।
.
ভালো থেকো।
তিমু
azom

Post a Comment