স্বরবর্ণ/ব্যঞ্জনবর্ণ

.
আচ্ছা, তোমার কী একবারও মনে হয় না। যাদের কারণে প্রতিটা অক্ষর একটার পর একটা সাজিয়ে পত্র, কবিতা, গান, ছড়া লিখছি তাদের নিয়ে একটু ভাবি । তদের কথা কেন ভাবো না তুমি। তুমি কেন কেউ কি ভাবে আমাদের কথা? আমাদের জন্য তুমি তোমার মনের ভাব প্রকাশ করছো, কত হাসি- কান্নার বহিঃপ্রকাশের মাধ্যম আমরা কিন্তু কই একবারও কি আমাদের নিয়ে তুমি ভেবেছো। একবারও কি ভেবে দেখেছো আমরা তোমার মনের কথাগুলো কত সুন্দর করে তোমার বন্ধু মহলে প্রেরণ করি। তোমার যখন খুব একা লাগে, যখন চারপাশের মানুষগুলো তোমাকে কষ্টের গল্প শুনিয়ে কষ্টের ফেরিওয়ালা বানিয়ে দেয় ঠিক তখনই আমাদের তোমার প্রয়োজন পড়ে। সেই কষ্টের কথাগুলো আমার কারনে তোমার মনের ছোঁয়ায় এক একটা পত্র, গল্প বা কবিতা হয়ে উঠে। তা নয় কি? আচ্ছা, সকল লেখকরা কত গল্প, কবিতা, উপন্যাস, রম্য রচনা লিখছেন সব লেখায় কি আমাদের কোন অবদান নেই। তবে কেন কেউ আমাদের ধন্যবাদ দেয় না কেন কেউ বলে না ধন্যবাদ
.
Post a Comment