জানো অনুরাগ?
জানো অনুরাগ?
আমার শহরটা এখন একদম নিশ্চুপ। চারিদিকে কেমন যেন একটা থমথমে ভাব। আমার শহরের সবটা জুড়েই কেমন যেন একটা পিনপতন নিরবতা বিরাজ করছে সবসময়।
আমার শহরটা এখন একদম নিশ্চুপ। চারিদিকে কেমন যেন একটা থমথমে ভাব। আমার শহরের সবটা জুড়েই কেমন যেন একটা পিনপতন নিরবতা বিরাজ করছে সবসময়।
এমনটা তো হওয়ার কথা ছিলো না অনুরাগ। তবে কি তুমি সত্যিই আমাকে কখনো ভালোবাসোনি??তবে কি আমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তেই তোমার নিজের কোনো স্বার্থ লুকিয়ে ছিলো?? এসব ভাবতে গেলে সবকিছু কেমন গুলিয়ে যায়।
একটা সময় ছিলো যখন আমার শহরের অলিগলিতে তোমার পদচিহ্ন থাকতো। অথচ আজ দেখো তোমাতে আমাতে দুরত্ব আলোকবর্ষ সমান।
তোমার মনে আছে? ভোরবেলা আমার খোলা বারান্দায় একজোড়া শালিক এসে বসতো।অনেকদিন হয়ে গেল তারা আর আসে না জানো??হয়তোবা তারাও আমাদের বিচ্ছেদের কথাটা জেনে গেছে।
তুমি তো তোমার শহরে আমাকে ছাড়া বেশ আছো তাই না?? থাকবে না-ই বা কেন?তুমি তো তোমার পছন্দের মানুষটিকে পেয়ে গেছো।
কিন্তু আমার কি হবে অনুরাগ?? আমি তোমায় ছাড়া কিভাবে থাকবো সেটা কি কখনো ভেবে দেখেছিলে??
জানো??অনেকবার ভেবেছি ভুলে যাবো তোমায়।তোমার সব স্মৃতি ঝেড়ে মুছে বের করে ফেলবো আমার শহর থেকে।
কিন্তু... আমি তো তোমার মতো না।তোমার মতো ছোট মন ও নেই আমার যে তোমাকে, তোমার স্মৃতিগুলোকে ভুলে যাবো।
অনুরাগ.. তুমি জানে না হয়তো তোমার ভালোবাসা আমাকে আমার আত্মসম্মানটুকু খোয়াতে পর্যন্ত বাধ্য করেছে। তাই তো এতো অবহেলার পরেও এখনো তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসি।
অনুরাগ....
তুমি বরং তার হয়েই থাকো
আমি নাহয় অারও কিছু কাল কাটিয়ে দেব তোমায় ভালোবেসে.......
ইতি
তোমার দূরের কেউ।
তুমি বরং তার হয়েই থাকো
আমি নাহয় অারও কিছু কাল কাটিয়ে দেব তোমায় ভালোবেসে.......
ইতি
তোমার দূরের কেউ।
Post a Comment