অপরিচিতা
অপরিচিতা
দূর থেকে ভেসে আসছে কী যেন ফুলের গন্ধ।আমি তার নাম জানিনা।তুমি কি তার নাম জানো?অথবা তার ঠিকানা?
তুমি ও আমার কাছে এমন একটা ফুলের মতোই।আমি তোমাকে চিনিনা,তোমার পরিচয়ের ইতিহাসও অজ্ঞাত।তবুও ফুলের গন্ধের মতোই তোমার প্রবল উপস্থিতি।আচ্ছা বলোতো আমার হৃদয়ের গোপন আঙ্গিনায় তোমার এতো আনাগোনা কেন?আমার স্বরণের বালুকাবেলায় কেন তোমার পদচিহ্নের ছাপ?
জানি প্রশ্ন গুলোই একেকটা প্রশ্নবোধক।তবুও মেঘের ভেলায় চড়ে আমার প্রশ্নেরা কোন অবেলায় যদি তোমার ঠিকানা খুজে পায় তাহলে উত্তর পাঠিয়ে দিয়ে আমার ব্যথার ঠিকানায়।
ইতি
কল্পনার বানে ভেসে যাওয়া আমি।
দূর থেকে ভেসে আসছে কী যেন ফুলের গন্ধ।আমি তার নাম জানিনা।তুমি কি তার নাম জানো?অথবা তার ঠিকানা?
তুমি ও আমার কাছে এমন একটা ফুলের মতোই।আমি তোমাকে চিনিনা,তোমার পরিচয়ের ইতিহাসও অজ্ঞাত।তবুও ফুলের গন্ধের মতোই তোমার প্রবল উপস্থিতি।আচ্ছা বলোতো আমার হৃদয়ের গোপন আঙ্গিনায় তোমার এতো আনাগোনা কেন?আমার স্বরণের বালুকাবেলায় কেন তোমার পদচিহ্নের ছাপ?
জানি প্রশ্ন গুলোই একেকটা প্রশ্নবোধক।তবুও মেঘের ভেলায় চড়ে আমার প্রশ্নেরা কোন অবেলায় যদি তোমার ঠিকানা খুজে পায় তাহলে উত্তর পাঠিয়ে দিয়ে আমার ব্যথার ঠিকানায়।
ইতি
কল্পনার বানে ভেসে যাওয়া আমি।
Post a Comment