Header Ads

প্রিয়

প্রিয়,
জানি তুমি আর কোনদিনই আমার কথা ভুলেও মনে করবে না। আমি খুব চেষ্টা করছি তোমার মত শক্ত হবার। কিন্তু পারছি না। বার বার শুধু পেছনের স্গুম্লৃতিই মনে আসছে।
অনেক কথাই মনে হয় তোমাকে বলব বলে ঠিক করি, কিন্তু তোমার সাথে কথা বলতে গেলেই কেন যেন খেই হারিয়ে ফেলি প্রতিবার। গুছিয়ে কথা বলা আমার একদমই হয় না। তাই এখন তোমার সাথে কথা বলার অধিকারটুকুও হারিয়েছি। আগের সেই ক্ষুদেবার্তা গুলোই এখন আমার একমাত্র সম্বল। আমি খুবই সেকেলে লোক। না হলে একজন মানুষের ভালবাসা পাবার জন্য কেউ এমন করে? কোনভাবেই যে ভুলতে পারছি না তোমায়। পারব না কোনোদিনই।
যদি পার মাঝে মাঝে এই খারাপ আর বোকা মানুষটার খবর নিও।
ইতি,azom


No comments