Header Ads

তুমি কেমন অাছো।

প্রিয়,
অণীতা,অামার জানার ইচ্ছে নেই তুমি কেমন অাছো।
সেসব লেখা বা জানার ও আগ্রহ ও নাই।
অাজ থেকে থেকে ৭ বছর অাগের ফিলিং গুলো মনের কথা গুলো কেন জানি কানে বাঁজছে।
হয়তো বা এই চিঠিটা লেখা ঠিক হচ্ছে কি না জানি না । 
এই তো সেদিনের অপমানের কথা গুলো খুব পীড়া দিচ্ছে। মনে হচ্ছে নিজের গালেই নিজেই চড় বসিয়ে দেই।
"অণীতা তুমি কি জানো প্রেমিক মানব মনের লজ্জা বা ঘেন্নার নাড়ি নেই"।
তোমার জানার কথাও না।
তোমাকে অপমান করার জন্য এই চিঠি লিখছি না।
কেন জানি,সেই সব দিন গুলোর কথা মনে পড়ছে , তোমার পিছনে পালিয়ে বেড়ানো,তোমাকে লুকিয়ে দেখতে যাওয়া, পাড়ার বড় ভাইদের হুমকি পাওয়া,রাস্তায় দাড়িয়ে থাকা, বান্ধবিকে দিয়ে ভালোবাসার কথা তোমার কাছে পৌছে দেওয়া।
সব গুলোই অাজ ধুলোয় গড়াগড়ি খাচ্ছে।
অণীতা, মনে অাছে তোমার অামাকে বলেছিলে, "তোর কোন যোগ্যতা নেই অামার সাথে প্রেম করার"
হাহাহাহাহাহাহা
ঠিক বলেছিলে এখন পযন্ত না কোন কাজ জুটাতে পারিনি।
অণীতা, তুমি অাজ ঘরণী, না হয়, অাধটাকলা পুরুষ। শুয়ামী তো।।
হয়তো ভাবছো এতো দিনেও অামার ভীমরতি কাটে নাই।
হম, সত্যি কেটে গেছে। এই দেখো কান ধরে বলছি।
পাগলি তোমাকে তো ভালোবাসি।
হ্যাঁ, ভালোবাসতাম, মনের পুরো স্থান জুড়েই, সেই স্থানটা শুধু তোমার জন্যই ছিলো।
কিন্তুু মাথা কেটে দিয়ে দিয়ে অামাকে শেষ করে দিলে। জানি এসব মনে পড়েনা পড়বেও না।
ভালোবাসার পাথর বুকে একটার পর একটা মেরেছিলে, বুকে কাতর যন্ত্রনার মতো বিধে অাছে।
সেই অাপমানের রেশ, ভালোবাসার ঘোরে কেটে গেছে।
তোমার,
"বিষবৃক্ষ"

No comments