লজ্জার শেষ নেই।
এই যে বাংলাদেশ নিন্ম আয়ের দেশ থেকে নিন্ম মধ্যম আয়ের দেশ হয়েছে, এই যে আমাদের জিডিপি বেড়েছে, এই যে আপনি আমি কিছুটা উন্নত জীবন যাপন করতে শুরু করেছি সেটা কাদের জন্য জানেন ?
এরজন্য প্রতিদিন চল্লিশ লক্ষ নারীকে সকাল ৫ টায় ঘুম থেকে উঠে ৬টার বাসে গার্মেন্টসে রওনা দিয়ে প্রায় দশ থেকে বারো ঘণ্টা কাজ করতে হচ্ছে। দেশের মোট রফতানী আয়ের ৭৪ ভাগই আসে এইসব নিরীহ মহিলাদের হাত ধরে।
আমাদের দেশে প্রায় পঞ্চাশ হাজার কোটিপতি আছে, আমি ভেবেছিলাম দেশের অর্থনীতির বড় একটা অংশই এদের হাতে। কিন্তু গত অর্থবছরে জিডিপি নিয়ে কিছুটা পড়াশোনা করতে গিয়ে জেনেছি, আমাদের অর্থনীতি মূলত তিনটা পিলারের উপর দাড়িয়ে আছে।
দ্বিতীয় পিলারটি হল 'প্রবাসীদের রেমিটেন্স' ; এরজন্য প্রায় এককোটি মানুষকে তার পরিবারকে ছেড়ে দূরপরবাসে থাকতে হচ্ছে ! অনেককেই দেখেছি দশ বছর পর দেশে ফেরার পর তার সন্তানরাই ঠিকভাবে তার সাথে খাপ খাইতে নিতে পারে না ! বিমানের কার্গোতে ফিরে আসে অনেকের লাশ !
তৃতীয় পিলারটি হল আমাদের দেশের কৃষকরা। যারা আমাদের ভাত খাওয়ায়, তাদের আমরা ভাত দেই না। সরকারের দয়া দক্ষিণায় বিনা মূল্যে চাল পাবার জন্য তাদেরকে লাইনে দাড়াতে হয়। যারা আমাদের পোশাক বানায় তাদের পোশাকই ছেড়া থাকে; যেসব প্রবাসী আমাদের এরকম একটা সুন্দর দেশ দিয়েছে আমরা যেন কবেই তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছি।
আজ ১৩৩তম শ্রমিক দিবস। এতগুলো বছর পরেও যে শ্রমিকদের অধিকার নিয়ে লিখতে হচ্ছে, সেটাই আমাদের জন্য একটা লজ্জাকর ব্যাপার। গায়ে হাত তোলার লজ্জা, একই সাথে বসতে না পারার লজ্জা, অযথা সন্দেহ করার লজ্জা, বেতন কম দেবার লজ্জা... লজ্জার শেষ নেই।
এরজন্য প্রতিদিন চল্লিশ লক্ষ নারীকে সকাল ৫ টায় ঘুম থেকে উঠে ৬টার বাসে গার্মেন্টসে রওনা দিয়ে প্রায় দশ থেকে বারো ঘণ্টা কাজ করতে হচ্ছে। দেশের মোট রফতানী আয়ের ৭৪ ভাগই আসে এইসব নিরীহ মহিলাদের হাত ধরে।

দ্বিতীয় পিলারটি হল 'প্রবাসীদের রেমিটেন্স' ; এরজন্য প্রায় এককোটি মানুষকে তার পরিবারকে ছেড়ে দূরপরবাসে থাকতে হচ্ছে ! অনেককেই দেখেছি দশ বছর পর দেশে ফেরার পর তার সন্তানরাই ঠিকভাবে তার সাথে খাপ খাইতে নিতে পারে না ! বিমানের কার্গোতে ফিরে আসে অনেকের লাশ !
তৃতীয় পিলারটি হল আমাদের দেশের কৃষকরা। যারা আমাদের ভাত খাওয়ায়, তাদের আমরা ভাত দেই না। সরকারের দয়া দক্ষিণায় বিনা মূল্যে চাল পাবার জন্য তাদেরকে লাইনে দাড়াতে হয়। যারা আমাদের পোশাক বানায় তাদের পোশাকই ছেড়া থাকে; যেসব প্রবাসী আমাদের এরকম একটা সুন্দর দেশ দিয়েছে আমরা যেন কবেই তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছি।
আজ ১৩৩তম শ্রমিক দিবস। এতগুলো বছর পরেও যে শ্রমিকদের অধিকার নিয়ে লিখতে হচ্ছে, সেটাই আমাদের জন্য একটা লজ্জাকর ব্যাপার। গায়ে হাত তোলার লজ্জা, একই সাথে বসতে না পারার লজ্জা, অযথা সন্দেহ করার লজ্জা, বেতন কম দেবার লজ্জা... লজ্জার শেষ নেই।
#ভাই ♥
Post a Comment