গেদু
আমি জীবনে এতটা কষ্ট পাই নি যা আজ পেলাম। আমার মা ছোটকালে বলতো কারো সম্পর্কে কিছু না যেনে মন্তব্য করবে না, আর কেউ যদি তোমাকে না যেনে মন্তব্য করে তবে তার সাথে আর কথা বলবে না। কারণ সে তোমার সাথে হয়ত কথা বলতে চায় না বা তোমাকে ভাল ভাবে নেয় নি। আর বাবা বলতো, কেউ ঝগরা বা রাগ করলেও তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। রাগ বেশিক্ষণ মনে রাখবে না, ইত্যাদি ইত্যাদি। আমি এতসব মানতে মানতে গেদু এখন ক্লান্ত আমার সহ্য ক্ষমতা আর নেই।
.
তুমি কি করে বলে আমি মেলার ব্যাপারে মিথ্যা বলছি। আমি যখনই ভাবি আমি সবার সাথে ভাল ভাবে মিলে মিশে থাকব, কোন প্রকার ঝগরা করব না ঠিক তখনি তোমার মত কেউ না কেউ এসে এমন কথা বলে ঝামেলা করে তখন মনে হয় তাকে ধরে আছার মারি।
.
আমার প্রিয় বান্ধবীও আমাকে এমন বলতে পারেনি। প্রতিবেশীও এমন কখনও বলে নি। প্রতিবেশী বান্ধবী তোমার থেকেও শতগুণ ভাল। আর শোন নিজে তো মেলায় গিয়ে চরকির মতো ঘুরলে। আবার বেঁকা ত্যারা হয়ে লীমা আর সুমাইয়ার সাথে ছবিও তুললে। আর আমাকে কি বললা মেলায় তুমি আমার সাথে যাবা। আমাকে মেলায় যাবার দাওয়াতও দিলা। তাহলে আমাকে ছাড়া কেন গেলা।
.
লোক দেখানো ইনভাইট বন্ধ করো কেমন ছটু। আমি চিনি না তোমাকে বলেছি তুমি কি পারতে না আমাকে নিয়ে যেতে, তা পারবে কেন তাহলে তো সাদিয়া, নিলা, তমা, জান্নাত, রীতা, ঝুমা ওদের কে নিয়ে যেত তাই না।
.
ঠিক আছে সামনের বার আমি মেলায় যাব তোকে নিব না প্রতিবেশীকে নিয়ে গিয়ে মেলায় ছবি তুলে তোকে পাঠাব।
.
শোনো ছটু আর কখনও যদি এমন কথা বলো তবে আমি আবার আগের অনিতে ফিরে যাব তখন কিন্তু কান্না করে সাগর বানালেও একটা শাস্তিও কমবে না।
.

.
আমার প্রিয় বান্ধবীও আমাকে এমন বলতে পারেনি। প্রতিবেশীও এমন কখনও বলে নি। প্রতিবেশী বান্ধবী তোমার থেকেও শতগুণ ভাল। আর শোন নিজে তো মেলায় গিয়ে চরকির মতো ঘুরলে। আবার বেঁকা ত্যারা হয়ে লীমা আর সুমাইয়ার সাথে ছবিও তুললে। আর আমাকে কি বললা মেলায় তুমি আমার সাথে যাবা। আমাকে মেলায় যাবার দাওয়াতও দিলা। তাহলে আমাকে ছাড়া কেন গেলা।
.
লোক দেখানো ইনভাইট বন্ধ করো কেমন ছটু। আমি চিনি না তোমাকে বলেছি তুমি কি পারতে না আমাকে নিয়ে যেতে, তা পারবে কেন তাহলে তো সাদিয়া, নিলা, তমা, জান্নাত, রীতা, ঝুমা ওদের কে নিয়ে যেত তাই না।
.
ঠিক আছে সামনের বার আমি মেলায় যাব তোকে নিব না প্রতিবেশীকে নিয়ে গিয়ে মেলায় ছবি তুলে তোকে পাঠাব।
.
শোনো ছটু আর কখনও যদি এমন কথা বলো তবে আমি আবার আগের অনিতে ফিরে যাব তখন কিন্তু কান্না করে সাগর বানালেও একটা শাস্তিও কমবে না।
Post a Comment