Header Ads

#লন্ড্রিওয়ালা ভাইয়া ও তার ইউনিভার্সিটির পড়াশুনা।"

অনেক দিন আগে এক ভাইয়ার সাথে গল্প হচ্ছিল বিভিন্ন বিষয়কে সামনে রেখে হঠাৎ নিজে কাজ করে পাশাপাশি পড়া লিখার বিষয় আসলে একটা ছোট গল্প (বাস্তবিক) যা আমাকে তিনি শুনালেন।
তিনি সব সময় একটি লন্ড্রি থেকে শার্ট/প্যান্ট আয়রন করান। তা যে লন্ড্রিওয়ালা ভাইয়ার কাছে সবসময় আয়রন করান তার ব্যবহারে তিনি মুগ্ধ যার ফলে কষ্ঠ করে হলেও ওনার কাছ থেকেই আয়রনের কাজটা করান।

তা একদিন লন্ড্রিওয়ালা ভাইয়ার দেকানে গিয়ে দেখলেন International Edition এর একটা ইউনিভার্সিটি বই (বইয়ের নাম এবং ওনার ডিপার্টমেন্ট ভুলে গেছি অবশ্য) তা এই ভাইয়া একটু চমকে গিয়েছিলেন লন্ড্রিওয়ালার দোকানে International Edition এর বই, চিন্তাও করতে শুরু করলেন....

এবার তিনি লন্ড্রিওয়ালা ভাইয়াকে প্রশ্ন করলেন আপনার দোকানে মনে হয় কেউ বই ফেলে গিয়েছে, তখন লন্ড্রিওয়ালা ভাইয়া হাসি দিয়ে বললেন জ্বী না এটা আমার বই দোকানে ফ্রী সময় পেলে কাজের পাশাপাশি পড়ি তখন সেই ভাইয়া একটু অবাক হয়ে বললেন Wow Great. তার মধ্যেই কথা হল লন্ড্রিওয়ালা ভাইয়া ইউনিভার্সিটিতে পড়েন, তা কোন ইউনিভার্সিটিতে পড়েন?লন্ড্রিওয়ালা ভাইয়া উত্তর দিলেন World University of Bangladesh এ।

অনেক ক্ষন ওনার সাথে উক্ত বিষয়ে আলোচনা চলল, তদুপরি তাকে প্রশ্ন করলেন এই লন্ড্রি চালানো পাশাপাশি পড়া-লিখা করতে সমস্যা হয় না?.. লন্ড্রিওয়ালা ভাইয়া বললেন এই লন্ড্রির টাকায় আমার পড়া লিখা, ঢাকায় থাকা,খাওয়া, চলা ফেরা ও বাড়িতে বাবা-মার জন্য চলার টাকা-পয়সা পাঠানো সব গুলো সমস্যা এক বারে শেষ হয়ে যায়, ফলে এই লন্ড্রির জন্য সমস্যা নয় বরং লন্ড্রির জন্যই আমার সব কিছু ভালই চলছে........

সুতরাং এই সমস্ত ছোট ব্যবসা গুলোকে আমরা ছোট করে দেখি কিংবা সম্মানজনক নয় চিন্তা করি, তবে বিশ্বাস করুন কোন ব্যবসা ছোট কিংবা অসম্মান জনক নয়।

আজকে ঢাকায় Bandbox একটি নামি-দামি লন্ড্রি Service provider যেখানে মানুষ জন মোটামুটি গাড়ি নিয়েও লন্ড্রি সেবা নেওয়ার জন্য আসে।

আমরা না হয় Bandbox মত শুরু করতে পারবো না তবে ইউনিভার্সিটি পড়ুয়া সেই লন্ড্রিওয়ালা ভাইয়ার মত ছোট করে শুরু করতে পারি।

সাথে মোবাইল ব্যালেন্স লোড এবং বিকাশ/রকেট যোগ করতে পারি...

"সততা,পরিশ্রম,সাহসিকতা আপনার ব্যবসায় মূলধন" ছোট কিংবা বড় বিষয় নয় ব্যবসায়ী ছোট থেকে বড় হয়।

No comments