#সংসার_কি ?
সংসার একটা ছোট শব্দ তবে এর মহাত্ম টা না বোঝার কারনে বর্তমানে দাম্পত্য জীবনে কলহ-বিবাদ।
#আমার_ছোট অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম জেনে নিন।
এক সাথে একই বিছানায় ঘুমালেই কিন্তু মানুষটার কাছে যাওয়া যায়না। দুজন মানুষ ১০০ স্কয়ার ফিট একটা রুমের ভেতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারেনা,কাছা কাছি হয়না !
আমি এরকম বেশ কিছু দম্পতিকে চিনি, যারা বহু বছর পরও সংসারের মানে বুঝে উঠতে পারেনি।
সংসার করতে করতে এক-সময় বেশির ভাগ মানুষ ধরে নেয়, একই বালিশে ঘুমানো ! একই টেবিলে খাওয়া ! একই রুমে ঘুরাঘুরি করা আর মাঝে মাঝে শারীরিক মিলনে অংশ-গ্রহন করাটাই মনে হয় সংসার !
#আমার_দৃষ্টিতে এমনটা যারা ভাবে তারা আসলে বোকা
#ব্যপারটা কি আসলে তাই ??? আপনার কি মনে হয়? প্রশ্ন রইলো। জানি আপনিও ঠিক বলতে পারবেন না!
#তাহলে, যদি সংসার মানে এক বালিশে ঘুমানো,এক রুমে থাকা,এক টেবিলে খাওয়া আর নিয়ম করে সঙ্গম করাটা কে বুঝাতো তাহলে আমার প্রশ্ন এসব করার পরও কিছু সংসার কখনো কখনো টিকে না কেন ? কোন তারা আলাদা হতে হয়??
তারাও তো একই বিছানায় ঘুমায় ! একই টেবিলে খাবার খায় ! একজন অন্যজনকে শারীরিক মিলনে কো-অপারেট করে ! তবুও, সংসার-গুলো ভাঙে কেন??
#জটিল_প্রশ্ন তাইনা!!!
তুমি একটা মানুষের সাথে আছো। পাশে আছো ! চোখের সামনে আছো ! তবুও মাঝখানে একটা দূরত্ব থাকে ! এই দূরত্বটা অন্যরকম। বলা যায় না ! বুঝানো যায় না। সহ্যও করা যায় না।
#অনেক সময় দেখা যায় কারো বুকের উপর শুয়েও মাঝে মাঝে নিজেকে একা লাগে ! আবার কারো বুকটা দূর থেকেও আপন লাগে।
#আপনাকে প্রশ্ন
দাম্পত্য জীবনে আপনি আসলে কি চান ? আমি বলছি সবই চান, যা যা সবাই করে ! আপনিও সেটাই চান,আবার আপনি এটাও চান যেটা অনেকেই করে না !
#সংসার মানে আসলে একটা অভ্যাস ! এই ভুল কনসেপ্টটা থেকে আমরা কেন জানি বের হতে পারি না ! আমি অনেককে চেষ্টা করেও বের করতে পারিনি ভুল কনসেপ্ট টা থেকে।
#সংসার মানে শুধু অভ্যাস নয়
অভ্যাস অবশ্যই আছে, তবুও সবই কি শুধু অভ্যাস ? নতুন কিছুই কি থাকে না ? আমরা একই ছাদের নিচে থাকি, অথচ কখনো একসাথে আকাশ দেখা হয় না ! কখনো সমুদ্র পাড়ে বসে কফির মগ হাতে নিয়ে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখি না।
আমরা কখনো একে অপরকে জিজ্ঞেস করিনা " তুমি কেমন আছো ? তোমার মন খারাপ কেন ?"তোমাকে আজ সুন্দর লাগছে? আমরা হাত ধরে বসে থাকি না ! আমরা শুধু সঙ্গম ছাড়া একজন অন্যজনকে জড়িয়েও ধরি না !
#কথাগুলো_খুব_সাধারণ_মনে_হতে_পারে
তবে এগুলোর শক্তি অনেক বেশি।
#আমরা এটা বুঝি না, আমার সমস্ত সময় তার সাথে কাটানোর পরও তাকে সময় দেওয়া প্রয়োজন !
আমরা শুধু শরীরের দিক থেকে কাছে আসি রোজ রোজ ! আমরা শুধু শরীর এর চাহিদার জন্য সালোয়ার -কামিজ,ব্রা আর শার্ট পেন্ট খোলা নিয়ে ব্যস্ত থাকি।
অথচ এই পোশাক এর ভেতর যে আপাদমস্তক একটা মানুষ আছে তা দেখি বুঝিও না।
অথচ এই জন্য আমাদের মনের দূরত্ব বেড়ে চলে !
এ বিষয়টি আমার খুব খারাপ লাগে।
যদি শুধু রান্না করা, টাকা,আর শরীর এর চাহিদার জন্য সংসার হতো!!! তাহলে....
রান্না করার জন্য তো বুয়া রাখলেও হয় ! সঙ্গমের জন্য তো পতিতাই এনাফ ! একজন মেয়েও চাইলে শারীরিক চাহিদা মেটাতে পারে,,টাকা তো মেয়েরাও উপার্জন করে।
তবুও সংসার কেন করা লাগে ? সংসারের ডেফিনেশনটা শুধু নিঃশ্বাসের আদ্রতা অনুভব করার মাঝেই সীমাবদ্ধ না । এর বাইরেও অনেক কিছু থাকে ! আমি একা ! তুমি একা ! আমরা একা ! প্রচন্ড রকমের একা ! একই বিছানায় নগ্ন শরীরের উপরও আমরা একা ! সঙ্গম শেষেও আমরা একা ! অথচ, দিনশেষে আমার একটা আশ্রয় এর প্রয়োজন হয় ! একজন মানুষ এর প্রয়োজন হয় ! একটা ব্যক্তিগত নির্ভরশীলতার জায়গা প্রয়োজন হয় ! সমঝোতার প্রয়োজন হয় !
কারো কন্ঠস্বরে আমার জন্য একটু গভীর ভালোবাসার প্রয়োজন হয় ! একটা পবিত্র স্পর্শ এর প্রয়োজন হয় ! এই স্পর্শটা কামনার স্পর্শ নয় ! এটা একটা ভালোবাসার স্পর্শ ! কাম ছাড়া ভালোবাসা পূর্নতা পায়না এটা ঠিক ! তবে কাম ও যে সবসময় ভালোবাসার জন্ম দিতে পারে না, এটাও ঠিক ! সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেওয়া মানুষরা আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায় !
তারা বুঝেনা যে ভালোবাসা দিয়ে শরীর মন দুটোই জয় করা সম্ভব।
যে দাম্পত্যে প্রেম থাকে না, সেখানে অভিনয় করে বাঁচতে হয় ! আমার দেখা এরকম অনেক দম্পতিই আছে, যারা শুধু অভিনয় করেই একটা জীবন একটা অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে কাটিয়ে দেয় ! সারাদিন কাজ করে ঘরে ফিরে স্ত্রীকে সময় দিতে অনিচ্ছা প্রকাশ করা স্বামীও নিয়ম করে সঙ্গমটা ঠিকঠাক ই করে ! ব্যস্ততা আসলে একটা অজুহাত।
অত'টা ব্যস্ত আসলে মানুষ থাকে না ! চাইলেই একটু সময় বের করা যায় ! কি জানি, আমরা হয়তো চাই ই না। পুরনো প্রেমিক প্রেমিকার জন্মদিন আমাদের মনে থাকে ! অথচ,নিজের স্ত্রী/স্বামীর জন্মদিনটা মাঝে মাঝে ভুলে যাই। সংসারের গুরুত্বটা যেন তেমন কিছুই না ! যার সাথে সারা জীবন কাটাতে হবে ! যার জন্য সারাদিন পরিশ্রম করি ! যাকে ভালো রাখার জন্য চেষ্টা করি ! মাঝে মাঝে বুঝিই না, সে ভালো নেই।
দাম্পত্য জীবনে কলহ থাকবেই ! এটাকে ইন্সটেন্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না ! ঝগড়া হওয়ার পর কান্না কাটি না করে, মানুষটাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে থাকলে কেমন হয় ! মানুষ কি এতটাই নিষ্ঠুর, যে ভালোবাসাকে অবহেলা করতে পারে ! #সংসার_শুধু_একটা_অভ্যাস_এটা_থেকে_বের_হতে_হবে।
সংসার একটা স্বর্গ ! এখানে শুধু যোনী, লিঙ্গ, দু-বেলা খাবার আর একই বিছানায় ঘুমানোর বাইরেও প্রেম, ভালোবাসা, নির্ভরশীলতা, গুরুত্ব, প্রায়োরিটি, শ্রদ্ধাবোধ, এডজাস্টমেন্ট সব প্রয়োজন হয়।
সব মানে সব দাম্পত্য জীবন সুন্দর তখনি হয়, যখন আমরা অভ্যাস থেকে বের হতে পারি ! মানুষটা একটা অস্তিত্ব হোক ! অধিকার হোক ! বেঁচে থাকার ডেফিনেশন হোক ! একটা এডিকশন হোক ! আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্থ থাকার অ্যালকোহল ! আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকাটা জরুরী, ভীষন জরুরী।
#আমার_ছোট অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম জেনে নিন।
এক সাথে একই বিছানায় ঘুমালেই কিন্তু মানুষটার কাছে যাওয়া যায়না। দুজন মানুষ ১০০ স্কয়ার ফিট একটা রুমের ভেতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারেনা,কাছা কাছি হয়না !
আমি এরকম বেশ কিছু দম্পতিকে চিনি, যারা বহু বছর পরও সংসারের মানে বুঝে উঠতে পারেনি।
সংসার করতে করতে এক-সময় বেশির ভাগ মানুষ ধরে নেয়, একই বালিশে ঘুমানো ! একই টেবিলে খাওয়া ! একই রুমে ঘুরাঘুরি করা আর মাঝে মাঝে শারীরিক মিলনে অংশ-গ্রহন করাটাই মনে হয় সংসার !
#আমার_দৃষ্টিতে এমনটা যারা ভাবে তারা আসলে বোকা
#ব্যপারটা কি আসলে তাই ??? আপনার কি মনে হয়? প্রশ্ন রইলো। জানি আপনিও ঠিক বলতে পারবেন না!
#তাহলে, যদি সংসার মানে এক বালিশে ঘুমানো,এক রুমে থাকা,এক টেবিলে খাওয়া আর নিয়ম করে সঙ্গম করাটা কে বুঝাতো তাহলে আমার প্রশ্ন এসব করার পরও কিছু সংসার কখনো কখনো টিকে না কেন ? কোন তারা আলাদা হতে হয়??
তারাও তো একই বিছানায় ঘুমায় ! একই টেবিলে খাবার খায় ! একজন অন্যজনকে শারীরিক মিলনে কো-অপারেট করে ! তবুও, সংসার-গুলো ভাঙে কেন??
#জটিল_প্রশ্ন তাইনা!!!
তুমি একটা মানুষের সাথে আছো। পাশে আছো ! চোখের সামনে আছো ! তবুও মাঝখানে একটা দূরত্ব থাকে ! এই দূরত্বটা অন্যরকম। বলা যায় না ! বুঝানো যায় না। সহ্যও করা যায় না।
#অনেক সময় দেখা যায় কারো বুকের উপর শুয়েও মাঝে মাঝে নিজেকে একা লাগে ! আবার কারো বুকটা দূর থেকেও আপন লাগে।
#আপনাকে প্রশ্ন
দাম্পত্য জীবনে আপনি আসলে কি চান ? আমি বলছি সবই চান, যা যা সবাই করে ! আপনিও সেটাই চান,আবার আপনি এটাও চান যেটা অনেকেই করে না !
#সংসার মানে আসলে একটা অভ্যাস ! এই ভুল কনসেপ্টটা থেকে আমরা কেন জানি বের হতে পারি না ! আমি অনেককে চেষ্টা করেও বের করতে পারিনি ভুল কনসেপ্ট টা থেকে।
#সংসার মানে শুধু অভ্যাস নয়
অভ্যাস অবশ্যই আছে, তবুও সবই কি শুধু অভ্যাস ? নতুন কিছুই কি থাকে না ? আমরা একই ছাদের নিচে থাকি, অথচ কখনো একসাথে আকাশ দেখা হয় না ! কখনো সমুদ্র পাড়ে বসে কফির মগ হাতে নিয়ে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখি না।
আমরা কখনো একে অপরকে জিজ্ঞেস করিনা " তুমি কেমন আছো ? তোমার মন খারাপ কেন ?"তোমাকে আজ সুন্দর লাগছে? আমরা হাত ধরে বসে থাকি না ! আমরা শুধু সঙ্গম ছাড়া একজন অন্যজনকে জড়িয়েও ধরি না !
#কথাগুলো_খুব_সাধারণ_মনে_হতে_পারে
তবে এগুলোর শক্তি অনেক বেশি।
#আমরা এটা বুঝি না, আমার সমস্ত সময় তার সাথে কাটানোর পরও তাকে সময় দেওয়া প্রয়োজন !
আমরা শুধু শরীরের দিক থেকে কাছে আসি রোজ রোজ ! আমরা শুধু শরীর এর চাহিদার জন্য সালোয়ার -কামিজ,ব্রা আর শার্ট পেন্ট খোলা নিয়ে ব্যস্ত থাকি।
অথচ এই পোশাক এর ভেতর যে আপাদমস্তক একটা মানুষ আছে তা দেখি বুঝিও না।
অথচ এই জন্য আমাদের মনের দূরত্ব বেড়ে চলে !
এ বিষয়টি আমার খুব খারাপ লাগে।
যদি শুধু রান্না করা, টাকা,আর শরীর এর চাহিদার জন্য সংসার হতো!!! তাহলে....
রান্না করার জন্য তো বুয়া রাখলেও হয় ! সঙ্গমের জন্য তো পতিতাই এনাফ ! একজন মেয়েও চাইলে শারীরিক চাহিদা মেটাতে পারে,,টাকা তো মেয়েরাও উপার্জন করে।
তবুও সংসার কেন করা লাগে ? সংসারের ডেফিনেশনটা শুধু নিঃশ্বাসের আদ্রতা অনুভব করার মাঝেই সীমাবদ্ধ না । এর বাইরেও অনেক কিছু থাকে ! আমি একা ! তুমি একা ! আমরা একা ! প্রচন্ড রকমের একা ! একই বিছানায় নগ্ন শরীরের উপরও আমরা একা ! সঙ্গম শেষেও আমরা একা ! অথচ, দিনশেষে আমার একটা আশ্রয় এর প্রয়োজন হয় ! একজন মানুষ এর প্রয়োজন হয় ! একটা ব্যক্তিগত নির্ভরশীলতার জায়গা প্রয়োজন হয় ! সমঝোতার প্রয়োজন হয় !
কারো কন্ঠস্বরে আমার জন্য একটু গভীর ভালোবাসার প্রয়োজন হয় ! একটা পবিত্র স্পর্শ এর প্রয়োজন হয় ! এই স্পর্শটা কামনার স্পর্শ নয় ! এটা একটা ভালোবাসার স্পর্শ ! কাম ছাড়া ভালোবাসা পূর্নতা পায়না এটা ঠিক ! তবে কাম ও যে সবসময় ভালোবাসার জন্ম দিতে পারে না, এটাও ঠিক ! সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেওয়া মানুষরা আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায় !
তারা বুঝেনা যে ভালোবাসা দিয়ে শরীর মন দুটোই জয় করা সম্ভব।
যে দাম্পত্যে প্রেম থাকে না, সেখানে অভিনয় করে বাঁচতে হয় ! আমার দেখা এরকম অনেক দম্পতিই আছে, যারা শুধু অভিনয় করেই একটা জীবন একটা অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে কাটিয়ে দেয় ! সারাদিন কাজ করে ঘরে ফিরে স্ত্রীকে সময় দিতে অনিচ্ছা প্রকাশ করা স্বামীও নিয়ম করে সঙ্গমটা ঠিকঠাক ই করে ! ব্যস্ততা আসলে একটা অজুহাত।
অত'টা ব্যস্ত আসলে মানুষ থাকে না ! চাইলেই একটু সময় বের করা যায় ! কি জানি, আমরা হয়তো চাই ই না। পুরনো প্রেমিক প্রেমিকার জন্মদিন আমাদের মনে থাকে ! অথচ,নিজের স্ত্রী/স্বামীর জন্মদিনটা মাঝে মাঝে ভুলে যাই। সংসারের গুরুত্বটা যেন তেমন কিছুই না ! যার সাথে সারা জীবন কাটাতে হবে ! যার জন্য সারাদিন পরিশ্রম করি ! যাকে ভালো রাখার জন্য চেষ্টা করি ! মাঝে মাঝে বুঝিই না, সে ভালো নেই।
দাম্পত্য জীবনে কলহ থাকবেই ! এটাকে ইন্সটেন্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না ! ঝগড়া হওয়ার পর কান্না কাটি না করে, মানুষটাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে থাকলে কেমন হয় ! মানুষ কি এতটাই নিষ্ঠুর, যে ভালোবাসাকে অবহেলা করতে পারে ! #সংসার_শুধু_একটা_অভ্যাস_এটা_থেকে_বের_হতে_হবে।
সংসার একটা স্বর্গ ! এখানে শুধু যোনী, লিঙ্গ, দু-বেলা খাবার আর একই বিছানায় ঘুমানোর বাইরেও প্রেম, ভালোবাসা, নির্ভরশীলতা, গুরুত্ব, প্রায়োরিটি, শ্রদ্ধাবোধ, এডজাস্টমেন্ট সব প্রয়োজন হয়।
সব মানে সব দাম্পত্য জীবন সুন্দর তখনি হয়, যখন আমরা অভ্যাস থেকে বের হতে পারি ! মানুষটা একটা অস্তিত্ব হোক ! অধিকার হোক ! বেঁচে থাকার ডেফিনেশন হোক ! একটা এডিকশন হোক ! আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্থ থাকার অ্যালকোহল ! আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকাটা জরুরী, ভীষন জরুরী।
Post a Comment