বাঁচবো
তুমি কি দেখতে পাও, যখন আমার চোখে তাকাও?
একজন খামখেয়ালী মানুষ? একটি নামহীন সত্বা?
অথবা হয়তো মানব চেহারার অবিরাম সাগরে
কেবল-ই আরেকটি মুখ?
একজন খামখেয়ালী মানুষ? একটি নামহীন সত্বা?
অথবা হয়তো মানব চেহারার অবিরাম সাগরে
কেবল-ই আরেকটি মুখ?
আয়নাতে নিজের ভেতর কি দেখি ,জানো?
ব্যথা, হাসি, কান্না, ক্লান্তি আর অবিরাম চলার শক্তি ...
কিছু করার নেই,যখন যে জগতে আমার বাস
সে জানেই না কি যন্ত্রণায় ভুগি প্রতিটি মুহুর্ত!
অনুভব করি সে দহন
আমার হৃদয়ে, আমার হাতের আঙ্গুলে, দুহাতের শিরায়..
ব্যথা, হাসি, কান্না, ক্লান্তি আর অবিরাম চলার শক্তি ...
কিছু করার নেই,যখন যে জগতে আমার বাস
সে জানেই না কি যন্ত্রণায় ভুগি প্রতিটি মুহুর্ত!
অনুভব করি সে দহন
আমার হৃদয়ে, আমার হাতের আঙ্গুলে, দুহাতের শিরায়..
সে ব্যথা নিয়ে যায় আমাকে এমন এক সময়ের কাছে
যখন আমি সত্যিই খুব একা ছিলাম!
রাস্তায় নিশানাহীন ঘুরেছি আশ্চর্য অন্ধকারে আর
মেঘে ঢাকা আকাশের নিচে, ঝড়ো বাতাসে!
বৃষ্টির শীতল জলকাণায় সিক্ত আমার কাছে
মনে হয়েছিল যেন আকাশ কাঁদছে- সেই কান্না
যা কাঁদতে আমার খুব ভয় করতো...
যখন আমি সত্যিই খুব একা ছিলাম!
রাস্তায় নিশানাহীন ঘুরেছি আশ্চর্য অন্ধকারে আর
মেঘে ঢাকা আকাশের নিচে, ঝড়ো বাতাসে!
বৃষ্টির শীতল জলকাণায় সিক্ত আমার কাছে
মনে হয়েছিল যেন আকাশ কাঁদছে- সেই কান্না
যা কাঁদতে আমার খুব ভয় করতো...
সে অনেক কাল আগের কথা,
কিন্তু আজও আত্মার ভেতর সে তীব্রতা এসে বাজে
যেন এক ধারালো খঞ্জর কাটছে
আমার চামড়া
আমার হৃদয়...
মাঝে মাঝে বিনিদ্র কিছু রাতে
জানালার বাইরে তাকাই আর কাঁদি-
যেসব ব্যথা এখনও পোড়ায় হয়তোবা তাদের কষ্টে!
ভাবি, 'জীবন কি এর চাইতে আরও
বেশী কিছু হবার কথা ছিল?'
কিন্তু আজও আত্মার ভেতর সে তীব্রতা এসে বাজে
যেন এক ধারালো খঞ্জর কাটছে
আমার চামড়া
আমার হৃদয়...
মাঝে মাঝে বিনিদ্র কিছু রাতে
জানালার বাইরে তাকাই আর কাঁদি-
যেসব ব্যথা এখনও পোড়ায় হয়তোবা তাদের কষ্টে!
ভাবি, 'জীবন কি এর চাইতে আরও
বেশী কিছু হবার কথা ছিল?'
এ শহর, কোলাহল, আর এ অনুভূতির চাপে
নিজেকে এক খাঁচায় বন্দী জন্তুর মত মনে হয়
আটকে পড়া, অসহায় এক পশু
যার আদৌ মুক্তির কোন আশা নেই
আমি চিৎকার করি,আর্তনাদ করি,কান্নায় বুক ভাঙ্গে
তবুও কেউ শোনে না আমাকে...
নিজেকে এক খাঁচায় বন্দী জন্তুর মত মনে হয়
আটকে পড়া, অসহায় এক পশু
যার আদৌ মুক্তির কোন আশা নেই
আমি চিৎকার করি,আর্তনাদ করি,কান্নায় বুক ভাঙ্গে
তবুও কেউ শোনে না আমাকে...
আমি একা দাঁড়িয়ে
জীবনের সেই ছোট্ট পথে
কিন্তু অনেক কাল আগের মত লাগে যেন
অবিরাম হেটে চলছি শুধু
ভাঙ্গা হৃদয়, ভাঙা আত্মা, ভাঙা মন...
তা সত্ত্বেও লড়ে যাই প্রতিদিন!
হয়তো গুমোট আঁধার আর হতাশার বাইরে ,
অন্য কোন জগতের প্রত্যাশায়
যেখানে শুধু জীবন, মায়া আর সুখ...
জীবনের সেই ছোট্ট পথে
কিন্তু অনেক কাল আগের মত লাগে যেন
অবিরাম হেটে চলছি শুধু
ভাঙ্গা হৃদয়, ভাঙা আত্মা, ভাঙা মন...
তা সত্ত্বেও লড়ে যাই প্রতিদিন!
হয়তো গুমোট আঁধার আর হতাশার বাইরে ,
অন্য কোন জগতের প্রত্যাশায়
যেখানে শুধু জীবন, মায়া আর সুখ...
তাই আজও আমি হাসিমুখে দাঁড়িয়ে এখানে,
ক্ষত বিক্ষত হতে থাকে এ বুক প্রতিদিন-ই
হেসে যাবো আমি ,অনুভব করবো, ভালোবাসবো
এ জীবন চালিয়ে যেতে হবে; আগামীদিন পর্যন্ত
যেন আবারও বিশ্বাস করা শিখতে পারি নতুন ভাবে!
ক্ষত বিক্ষত হতে থাকে এ বুক প্রতিদিন-ই
হেসে যাবো আমি ,অনুভব করবো, ভালোবাসবো
এ জীবন চালিয়ে যেতে হবে; আগামীদিন পর্যন্ত
যেন আবারও বিশ্বাস করা শিখতে পারি নতুন ভাবে!
আর এই মিষ্টি অন্তর্বেদনা
যা থেকেছে দ্বিতীয় এক আমারই মতন হয়ে
সারাজীবন সঙ্গে সঙ্গেই
বিচ্ছুরিত হবে,অস্তিত্বহীন হবে, সর্বস্বান্ত হবে
অনেক তো হয়েছে!
আর না...
পরিশেষে আমি এবার সত্যিই...
যা থেকেছে দ্বিতীয় এক আমারই মতন হয়ে
সারাজীবন সঙ্গে সঙ্গেই
বিচ্ছুরিত হবে,অস্তিত্বহীন হবে, সর্বস্বান্ত হবে
অনেক তো হয়েছে!
আর না...
পরিশেষে আমি এবার সত্যিই...
'বাঁচবো'।
Post a Comment