Header Ads

অদিতি

ঐ যে খাম ভারী করে যে চিঠিটা তোমাকে পাঠিয়েছিলাম ,পেয়েছ সেটা ?
জানো? আমি না অপেক্ষায় ছিলাম তোমার প্রতিউত্তর চিঠির ! কিন্তু
কি হল বলো তো !! আমার কাছে কোনো ডাকপিয়ন আসে নি ! আচ্ছা
তুমি আবার আমার ঠিকানা ভুল করো নি তো ?? যদি না বা করে থাকো
তাহলে তোমার চিঠি আমার কাছে কেন আসে নি ?? বলবে আমায় ??
তবে কি তুমি চিঠি লিখো নি আমায় ,নাকি আমার চিঠিটাই পাও নি তুমি !
বলবে আমায় ?? তুমি কি তাহলে আমার দেয়া সব গুলো চিঠির উত্তর
একেবারে দিবে এক চিঠিতে ?
.
অদিতি,কেমন আছো তুমি ? কেমন কাটছে তোমার এই শীতবিকেলগুলো?
এখন কি খুব গুছিয়ে বের হও এই বিকেলে ? কি করো এখন তুমি ? আচ্ছা
তোমার তো বিকেলবেলা বারান্দায় যাওয়ার অভ্যাস ছিল ! এখনো কি যাও?
নাকি পাল্টে ফেলেছ সব কিছু ? এখন কি আলতো হাতে আর গ্রিল ধরে
দাঁড়ানো হয় তোমায় ? আকাশ দেখতে গিয়ে এখন তুমি কি আগের মতো
চশমাটা খুলে নাও, বলবে আমায় ,আমার যে খুব জানতে ইচ্ছে করে ,আমার
যে খুব দেখতে ইচ্ছে করে তোমায় ।
.
আমারা প্রথম শীতবিকেলে যে দিন বের হয়েছিলাম ,সেদিনটার কথা মনে
আছে তোমার ? রিক্সার বামপাশটায় আমি খুব জড়সড় হয়ে বসেছিলাম,
আর তা দেখে তুমি বললে -এই ভালো করে বসো,চেপে বসো ! এই বলে তুমি
হেসে অপাশ ফিরে সংসদ ভবনের রাস্তার পাশে থাকা কৃষ্ণচূড়া দেখছিলে !
আর আমি নানান বাহানায় তোমার হাতটা ধরার চেষ্টায় ছিলাম । বিকেল গড়িয়ে
সন্ধ্যা ,সাথে ছিলে তুমি । আমি বার বার তোমার হাসিতে হারিয়ে যাচ্ছিলাম .
তুমি জিজ্ঞেস করলে - এই কি দেখো এইভাবে ?হ্যাঁ?
আমি উত্তরে বলেছিলাম - তোমায় ,তোমার হাসি 
তুমি বললে - এতো দেখতে হয় না ,চোখ নষ্ট হবে , এই বলেই তুমি হাসলে আবার।
মনে আছে তোমার ?? মনে নেই হয়ত !!
.
ঘড়ির কাটা যখন বেড়ে গিয়ে যখন এই শহরে সন্ধ্যা নেমে আসলো,তখন ফুটপাতে
পাশাপাশি বসে চা খেয়েছিলাম আমরা , সোডিয়াম লাইটের আলোর নিচে তুমি
ছিলে আমার কাঁধ আর হাতে হাত জড়িয়ে ! আমি বলেছিলাম -কোনো এক রাতে
তোমায় নিয়ে এই শহরে হাঁটতে বের হব ! পুরো শহর ঘুরে বেড়াব দুজন !
যাবে আমার সাথে ?
তুমি বলেছিলে - সাথে নিও আমায়,নিবে ?
আমাদের কতো সুন্দর মুহূর্ত ,অনুভূতি ছিল,তাই না ?
.
আচ্ছা ,আমার কথা তোমার মনে পড়ে ? একবারও দেখতে ইচ্ছে করে না আমায়?
আমার তো রোজ তোমায় দেখতে ইচ্ছে করে ,তোমার গলার স্বর শুনতে ইচ্ছে
করে ! তোমার সাথে একপথে হাঁটতে ইচ্ছে করে,হাতে হাত জড়াতে ইচ্ছে করে ।
তোমার কি সত্যি একবারও ইচ্ছে করে না ?? সত্যি করে না ?
ফিরে আসবে একবার ,শেষবার! পারলে ফিরে এসো ,অপেক্ষায় আছি !
অপেক্ষাই তো আমার শেষ সম্বল ,এসো কিন্তু
ভালোবাসা নিও , পত্র দিও ।

No comments