ভালোবাসার মানুষটির কাছে সব থেকে ভালো লাগার মুহূর্ত কি জানো?
ভালোবাসার মানুষটির কাছে সব থেকে
ভালো লাগার মুহূর্ত কি জানো?যখন তার
ভালোবাসার মানুষটি তার সাথে থাকে
কিংবা তাকে দূর থেকে একটু সময় দেয়।
.আমি হয়ত নিজেকে অনেকটা পরিবর্তন
করেছিলাম শুধু তোমার ভালোবসার
দিকে তাকিয়ে,কিন্তু সেই ভালোবাসা
যে এত তাড়াতাড়ি কমে যাবে বুঝতে
পাড়িনি।
সন্দেহ করা উচিত না,হয়ত এতে
ভালোবাসা টিকে না আমি
জানি,কিন্তু একজন ভালোবাসার
মানুষের কতটা অবহেলার পর ই মনের
মাঝে সন্দেহের সৃষ্টি হয় তা কি তুমি
বুঝতে পারো না?
একটা কথা কি জানো......অবহেল
ার
মাত্রাটা যখন বেড়ে যায়,তখন
ভালোবাসার ইচ্ছাটাও দিন-দিন
হারিয়ে যায়।
আমিও নিজেকে গুছিয়ে
নিয়েছি,চিন্তা করে ফেলেছি তুমি দূরে
থাকতে চাও।তবে আমি কেন জোড়
করবো।তুমি আসার আগেও আমি একা
ছিলাম এখনো একা থাকতে পারবো,হয়ত
মাঝের সৃতিগুলি একটু কষ্ট দিবে এর
বেশি কিছুই নয়।
.
হয়ত অপেক্ষায় থাকবো তুমিও একদিন
বুঝতে পারবে,আমার ভালোবাসার
মুল্য,আমি সেই দিনটির প্রতিক্ষায় আছি
Post a Comment