Header Ads

আপনি কি জীবনের অর্থ খুজতে চান?

আপনি কি জীবনের অর্থ খুজতে চান?
আপনি কি প্রকৃত মেধাবী দেখতে চান?
আপনি কি নেতৃত্ব দেখতে চান?
আপনি কি অভিনয় দেখতে চান?
আপনি কি দুঃখ কষ্টের স্বমনয় দেখতে চান?
.
তাহলে একটা মধ্যবিত্ত পরিবারে জন্ম নিন
.
কারন জানেন তারা না পারে বলতে না পারে চেপে রাখতে তবে তাদের ধৈর্য শক্তি অনেক
.
কেননা তারা সব কিছু সহ্য করতে পারে,তারা একবার না খেয়ে খাবার অভিনয় করতে পারে
.
তারা 20 টাকা পকেটে নিয়ে কিভাবে 7 দিন চলতে হয় সেটা জানে
.
তারা কিভাবে মোবাইলে সেকেন্ড হিসাব করে কথা বলতে সেটা জানে
.
কিভাবে বড়লোকদের পরিবেশে চলতে হয় সেটাও জানে
.
একটা টি শার্ট,প্যান্ট,জামাকে কিভাবে অনেক দিন ধরে চালাতে হয় তারা সেটা ভালো করে জানে
.
কলেজ,ভার্সিটিতে কিভাবে অল্প টাকায় দিন কাটাতে হয়,কিভাবে রিক্সা ভাড়া না দিয়ে টাকা বাচাতে হয় এসব খুব ভালো করে জানে এক মধ্যবিত্ত পরিবারের সন্তান
.
ইতিহাস বলতে পারে মধ্যবিত্ত পরিবার আসলে কি
.
জীবনটাই তো সংগ্রামের তাই মধ্যবিত্ত পরিবারের সংগ্রাম আর জীবনের সংগ্রাম থেমে থাকেনা
.
তবে এই পরিবারে ভয়ানক আভিনেতা হলেন পিতামাতা
.
কেননা আমাদের চাইতে তাদের বেশি অভিনয় করতে হয় যে আরো বেশি কষ্টের ।।।।
#অন্যমনস্ক 

No comments