Header Ads

থাক আজকে না হয় না বলি।।

পৃথিবীর সবকিছুর অভাবই কোনো না কোনো কিছু দিয়ে পূরণ করা যায়..
#কিন্তু প্রিয় মানুষের অভাব অন্য কোনো মানুষ দিয়ে কখনো পূরণ করা যায় না.. যে মানুষটা জীবনের অংশ, যে চলে যায় বা হারিয়ে যায় তার অস্তিত্ব ওখানেই শেষ..তার অস্তিত্ব নিয়ে অন্যকেউ আসে না... এ জন্যই মানুষের অভাব অপূরণীয়...
.
আমরা সাধারণত এই সব চলে যাওয়া মানুষ গুলোকেই মনে রাখি। আমাদের মন অনেক টা বেহায়া টাইপের মত। যে চলে যায় তার স্মৃতি মনে করে বালিশ চাপা দিয়ে আমরা কাঁদতে জানি। কিন্তু অপর পাশের মানুষ জানবেই না বা অনুভব ও করবে না আমরা কেমন থাকি। আসলে তারা ভালোই থাকে, আমাদের মত তাদের অনুভূতি হয় না, আমরা নিজ ইচ্ছায় চলে আসলেও ফিরে ও তাকাবে না, একবার বলবে না থেকে যাও।
.
তাদেরই মনে রাখি, যারা থাকবে না জেনেও তবুও আশা বেধে দিন রাত একাকার করে দেই। চিন্তা করি, না পাই ভালো তো বাসি। তাতেই চলবে। তাদের চলে যাওয়ার সুযোগ টা আমরা খুব সহজেই দিয়ে দেই। আরও সহজ পথ করে দেই অন্ধের মত বিশ্বাস করে।
.
প্রতিটি মানুষ ই চলে যাওয়ার সময় ঠিক এই কথা টি বলবে, আমার চেয়ে ভালো কাউকে পাবে বা খুজে নিও। যারা বলে তারা সহজেই বলে দেয়। তারা জানে কি! অন্য কারও মাঝে তাদের মত কাউকে খুজে নিয়ে সুখী হওয়া যায় না। একজন মানুষ অন্য একজনের মত হতে পারে না। যার জন্য প্রথম অনুভূতি গুলো জাগে, দ্বিতীয় বার অন্য কারো জন্য সেই অনুভূতি গুলো জাগবে না, বা জোর করে জাগানো সম্ভব নয়।
.
এরা তারাই, যারা সম্পর্ক চলাকালীন ও বলে দিবে, "এখন আমি এসব নিয়ে ভাবছি না,সময় হলে ভাববো"
তবুও তাদের প্রতি আমাদের একটা মায়া থেকে যায়, আর বেহায়ার মত ভালোবাসি ভালোবাসি বলে পাগল হয়ে যাই। কিন্তু তারা ফিরেও তাকায় না। তারা ভেবেই নেয়, আরেহ সে তো আমায় অনেক ভালো বাসেই। তাতে আমি যাইই করি না কেন! সে কখনো ছেড়ে তো যাবে না।
সম্পর্কের মানে টা তাদের কাছে খেলাঘর। খেললাম, আর ছুড়ে ফেলে দিলাম। তারা আমাদের মত বালিশ চাপা দিয়ে কাদতে জানে না, ভালোবাসি বললে উত্তর ও দিতে জানে না, তারা সময় মত খোজ নিতে জানে না, কিন্তু আমাদের থেকে খোঁজ টা ঠিকই চায়। প্রয়োজন ফুরালেই চলে যায়।
তবুও আমরা মনে রাখি, কারন, আমাদের মন বেহায়া।,,,থাক আজকে না হয় না বলি।।

No comments