আজ আপনাদের জীবন থেকে নেয়া কিছু কথা বলি,
আজ আপনি অসহায় ? ধৈর্য ধরুন আধার কিন্তু
চিরকাল থাকে না।
চিরকাল থাকে না।
আজ আপনি কাউকে নিয়ে উপহাস করছেন? চিন্তা করবেন না হয়তো কোন পথের বাকে কিংবা কোন রঙ্গ মঞ্চে আপনি উপহাসের পাত্র হবেন। ভেবেছেন কখনো? কি করবেন তখন?
কারো দুর্বলতাকে আঘাত করে মজা করতেছেন? চিন্তা করবেন না সে হয়তো কিছু বলবে না। কিন্তু তারই মত কেউ না কেউ হয়তো আপনার দুর্বলতা নিয়ে মজা করবে। সেই দিন
বেশি দূরে নয়। কি করবেন তখন? ভেবেছেন কখনো?
বেশি দূরে নয়। কি করবেন তখন? ভেবেছেন কখনো?
আজ আপনার সব আছে। কিন্তু তার কিছু নেই।
হয়তো আপনি তাকে নিয়ে মজা করছেন। মনে রাখবেন আল্লাহ তালাই আপনাকে সব দিয়েছেন। তিঁনি চাইলেই সব কেড়ে নিয়ে তাকে দিতে পারেন। যাকে নিয়ে আপনি মজা করতেছেন।
হয়তো আপনি তাকে নিয়ে মজা করছেন। মনে রাখবেন আল্লাহ তালাই আপনাকে সব দিয়েছেন। তিঁনি চাইলেই সব কেড়ে নিয়ে তাকে দিতে পারেন। যাকে নিয়ে আপনি মজা করতেছেন।
আজ আপনি কারো বিপদের দিনে পাশে দাঁড়ান। হোক না এক টুকরো খড়ের মত। হয়তো সে কোন এক ঘুর্নিঝড়ে আপনার জন্য শক্ত খুটি হয়ে কাজ করবে।
মানুষকে ভালবাসতে শিখুন। হোক না সে আপনার চেয়ে খারাপ স্টুডেন্ট, কিংবা আপনার
চেয়ে আর্থিক ভাবে অসচ্ছল। তাতে কি? মনে রাখবেন তাকে ভালবেসে হয়তো অর্থ বিত্ত পাবেন না। কিন্তু এমন কিছু পাবেন যা আপনি কল্পনায় করতে পারবেন না।
চেয়ে আর্থিক ভাবে অসচ্ছল। তাতে কি? মনে রাখবেন তাকে ভালবেসে হয়তো অর্থ বিত্ত পাবেন না। কিন্তু এমন কিছু পাবেন যা আপনি কল্পনায় করতে পারবেন না।
ধরে নিন না আপনার প্রতিটা কষ্টের জন্য তার
বুকে একটা করে পেরেক মারতেছেন। যাকে আপনি কষ্ট দিচ্ছেন। হয়তো সরি বলে পেরেক তুলে ফেলবেন কিন্তু দাগ গুলো কি মুছতে পারবে? আজীবন বয়ে বেড়াবে আপনার দেওয়া পেরেকের দাগগুলো...... ??
বুকে একটা করে পেরেক মারতেছেন। যাকে আপনি কষ্ট দিচ্ছেন। হয়তো সরি বলে পেরেক তুলে ফেলবেন কিন্তু দাগ গুলো কি মুছতে পারবে? আজীবন বয়ে বেড়াবে আপনার দেওয়া পেরেকের দাগগুলো...... ??
Post a Comment